প্রলয়য় বীণা

Sadat Mahmud
0








প্রলয়য় বীণা (সাদাত মাহমুদ)

 হে দাম্ভিক বিশ্ব মোড়লের দল,....

হে নান্তিক নামের উলঙ্গ...
হে বর্বর অসভ্য মানুষের দল...
ভোগ বিলাসে আর অট্টহাসিতে মত্ত মূর্খের দল
শুনিতেছ কি বাজিতেছে প্রলয় বীণার বীণ...?
দেখিতেছ কি সমুদ্রের প্রলয়ঙ্কর উর্মি তরঙ্গ..?
করিতেছে ঝঞ্চা বায়ু আজ প্রলয়ঙ্করি নৃত্য..
পাপিদের উপর আজ রুষ্ঠ মেদিনি কাঁপিতেছে থরো থরো,
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের ন্যায় উম্মাদ সব পতঙ্গ
করনায় করুন কাতর এই বিশ্ব......
বিশ্ব মোড়ল দের শীর আজ অবনত....
হে পাষানের দল....
গরিবের বুকে মাড়াইয়া পা হাসিয়াছ অট্ট হাঁসি
গড়াইয়াছ সম্পদের পাহাড়..পাকা দালান আরো কত কি...!
হে বিশ্ব মোড়ল নামের নরখাদকের দল...
কাস্মির থেকে সিরিয়া আরাকান থেকে উইঘুর
মানবতাকে করিয়াছ হত্যা
হাজারো নারির সম্ভ্রম লুন্ঠিয়া..
হাজারো শিশুর আর্তনাদ পুঁজিয়া
কত শত শহর, কত শত মসজিদ..জালাইয়া...
হইয়াছ এক নোংরা খেলায় মত্ত
আরজ করিতেছ এটাই নাকি তোমাদের শ্রেষ্ঠত্ব ...!
কি অবাক এই বিশ্ব...!!
বিশ্ব রাজনীতির নামে করিয়া অপ কর্ম
করিতেছ তোমরা মানবতা কামনা....!!
হে মানুষ হইয়াছ তোমরা আজ বন্য,
করিয়াছ প্রমান তোমরা হিংস্র - নিকৃষ্ট
পশুর চাইতেও অধম অযোগ্য..
তাই স্রষ্টা করিয়াছে তোমাদের অহমিকায় গড়া
অট্টালিকার কারাগারে অবরুদ্ধ।
শহর গুলোতে আজ নেই আর কোলাহল,
পথ ঘাট আজ বিরান জনমানব শূন্য,
শুধুই বাজিতেছে করুন সুর,
ক্রন্দন বেহালার ন্যায় আত্মচিৎকার।
তবুও তোমরা জ্ঞানহীন, যুদ্ধ-বিগ্রহ আর নগ্নতায় মগ্ন
স্রষ্টাকে কোরিয়া লংঘন ডাকিয়া আনিতেছো মহাশ্মশান
ধীরে ধীরে জ্বলিয়া উঠিতেছে সত্যের অনির্বাণ
করিতে মেসাকার মিথ্যে অহমিকা আর দম্ভ,
দিতে হবে তোমাদের এই পথভ্রষ্ট তার জন্য চরম মূল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)