গ্রেভ অফ দা ফায়ারফ্লাইস

Sadat Mahmud
0


 

"গ্রেভ অফ দা ফায়ারফ্লাইস"

ইসাও তাকাহাতের প্রযোজিত এবং হায়াও মিয়াজাকির লেজেন্ডারি স্টুডিও, স্টুডিও জিবলির একটি অসাধারণ কিংবদন্তি অ্যানিমে এটি।
বলা যায় এ পর্যন্ত যতগুলো অ্যানিমে‌ মুভি তৈরি করা হয়েছে তাদের মধ্যে টপ টেন লেজেন্ডারি আনিমের মধ্যে এটি আছে।
এই মুভিটি স্টার্টিং এর প্রথম কথাটি ছিল September 21, 1945. That was the day I died," ...এর পর আমরা দেখতেপাই একজন ভাই তার ছোট বোনের হাত ধরে হাটছে... তারপর আমরা দেখতে পাই একটি যুদ্ধের সিন আকাশ থেকে অনবরত বিমান থেকে হামলা করা হচ্ছে চারিদিকে মানুষজন পালাচ্ছে, ছেলেটি তার ছোট বোনকে পিঠে নিয়ে পালাতে থাকে একসময় এসে হসপিটালে পৌঁছায় তখন সে জানতে পারে তার মা গুরুতর অসুস্থ। বোমা বর্ষণের কারণে তার দেহের অনেকাংশ পুড়ে গেছে। ছেলেটির বাবা একজন নেভি অফিসার সে যুদ্ধে গিয়েছে। একপর্যায়ে ছেলে টির মা মারা যায় ছোট বোনকে নিয়ে বাধ্য হয়ে আন্টির বাড়িতে যায়, বাবা মা ছাড়া দুই ভাই-বোনকে তার আন্টির অনেক কথা শুনতে হয় একদা বাধ্য হয়ে সে তার বোনকে নিয়ে চলে যায়.... এভাবে কাহিনীর এগোতে থাকে পুরো ক্লাইমেক্স আর বললাম না অসাধারণ একটি মুভি পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা এই মুভিটি দেখে চোখের পানি ধরে রাখতে পেরেছেন..... মুভিটি ইউটিউবে অ্যাভলেবল আছে দেখে নিতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)